এপারে কল্যাণ দিও ওপারে সুখ

শেয়ার করুন         এপারে কল্যাণ দিও ওপারে সুখ _____ এম এ জামান প্রাচুর্যের সিঁড়ি ছিল ছিল গাড়ি বাড়ির হাতছানি পারেনি রোধীতে তোমায় দারিদ্রতা, শত বাধা বিপত্তি। স্বার্থক জনম হে আলোর পথের দিশারী। তোমার জ্বালানো আলোকণা আজ এক মানবিক  চুল্লী।   চুল্লীর স্ফুলিঙ্গ গুলি আজ উড়তে শিখেছে গ্রাম-দেশের সীমানা পেরিয়ে জায়গা নিল বিদেশে। যৌবনে কাঠ খড় যুগি্যুে গড়েছিলে যে বাগান সেবাগানে সৌরভ নিতে আসে হাজারো বুলবুলি।   পড়ন্ত বিকাল, স্বর্গের টান সবই বিধির বিধান তোমার জালনো মশালের আলো হোক সব সংকটের পরিত্রাণ । বুলবুলিরা গায়- ক্ষমা কর তাঁরে রব হে মহান ক্ষমা কর … Continue reading এপারে কল্যাণ দিও ওপারে সুখ